পুষ্টিহীন বিএনপি’র দ্বারা কখনো সুস্থ বাংলাদেশ সম্ভব না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

রতন শর্মা,স্টাফ রিপোর্টার:

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, পুষ্টিহীন বিএনপির দ্বারা কখনো সুস্থ বাংলাদেশ সম্ভব না। মানুষের মৌলিক চাহিদার অন্যতম স্বাস্থ্য ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত করেছেন জননেত্রী শেখ হাসিনার সরকার। স্বাস্থ্য সেবাকে মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিক যা সমগ্র বিশ্বের কাছে একটি দৃষ্টান্ত। সুন্দর, পুষ্টিসমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নাই।

শনিবার (১০ই জুন ২০২৩) বেলা ১২ টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তাবায়নে ‘জাতীয় পুস্টি সপ্তাহ-২০২৩’ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এবারের প্রতিপাদ্য বিষয়- ‘মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’। ৭ জুন হতে শুরু হওয়া পুষ্টি সপ্তাহ চলবে আগামী ১৩ই জুন পর্যন্ত।

‘জাতীয় পুস্টি সপ্তাহ-২০২৩’ উপলক্ষ্যে কাহারোল উপজেলায় চিত্রাংকন, কুইজ প্রতিযোগিতা, মাতৃস্বাস্থ্য ও প্রবীণ স্বাস্থ্য পুষ্টি গুরুত্ব, কিশোর-কিশোরীদের মধ্যে পুষ্টির গুরুত্বসহ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় পুষ্টি সমৃদ্ধ খাদ্য বিতরণ করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা:সাদরাতুন মুমতাহিনার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মো: নাঈম হাসান খান, ওসি মো:রইস উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, ডা. ফাহাদ ইবনে হোসেন, ডা. আব্দুল জলিল, বঙ্গবন্ধু সৈনিক লীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি মো: কামাল হোসেন।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

error: Content is protected !!