পাইকগাছা বি আর ডি বি অফিস সমাচার -৩

লেখক: উজ্জল কুমার
প্রকাশ: 6 months ago

পাইকগাছা বি আর ডি বি অফিস সমাচার -৩

পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতা ক্ষমতার অপব্যবহার ও রুঢ় আচরণের অভিযোগে বদলী ।

পাইকগাছা,খুলনা, প্রতিনিধি:

খুলনার পাইকগাছা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বি আর ডি বি) রাজিবুল হাসান কে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ক্ষমতার অপব্যবহার ও রুঢ় আচরণের অভিযোগে বদলীর করেছে পল্লী উন্নয়ন বোর্ড।জানা যায়, পাইকগাছা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান গত ৩ বছরে পাইকগাছায় চাকরির সুবাদে বাসা না নিয়ে অফিসে থাকা ,কৃষক সমিতি,গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের প্রশিক্ষণ ভাতা, সমিতির ম্যানেজারদের ভাতা,অচল সমিতির ম্যানেজারের ভাতা আর্তসাত,রুঢ় আচরণের অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাজিবুল হাসান কে সাতক্ষীরা জেলার সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলায় বদলী করেন।যার স্বারক নং ৪৭.৬২.০০০০.২০৪.০০.০৩৪.১৭.৪০০০ তাং ৬/৫/২৪ তারিখে উপ পরিচালক (প্রশাসন)আক্কাস আলীর সাক্ষরিত এক পত্রে জানা যায়।

 

এ বদলীর আদেশ শুনে কর্মকর্তা রাজিবুল হাসান সোমবার উপজেলার ৭৫ টি সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির মধ্যে সচল ৫৫ টি অচল ও ২০ টি সমিতির ম্যানেজারদের ৪ মাসের ২ হাজার ৫ শত টাকা হারে সর্বমোট ১০ হাজার টাকা করে সম্মানিত ভাতা বিতরণ করার কথা।

 

অচল ২০ টি সমিতির ম্যানেজারদের টাকা প্রদান না করে কাগজে কলমে দেখিয়ে আর্তসাত করেছেন।সচল ৫৫ টি সমিতির ম্যানেজারদের ১০ হাজার টাকা না দিয়ে ভ্যাট কর্তনের নাম করে ৮ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।বাকী টাকা অফিসার রাজীবুল হাসান আর্তসাত করে বুধবার দুপুরে ছাড়পত্র নিয়েছেন।

error: Content is protected !!