পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শুরু হয়েছে দুয়ারে সরকার

লেখক: mosharraf hossain
প্রকাশ: 2 years ago

পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শুরু হয়েছে দুয়ারে সরকার

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ

আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম অঞ্চলের ঘোলা নওয়া পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে দুয়ারে সরকারের ক্যাম্প। এদিন পশ্চিম বাংলা সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কে মান্যতা দিতে হাজির হন উত্তর কুসুম অঞ্চলের জি পি ও অধীন বাসিন্দাদের বড় অংশ। এদিন সকাল দশ ঘটিকায় শুরু হয়েছে দুয়ারে সরকারের কর্মসূচি পালন। পশ্চিম বাংলা সরকারের কর্মসূচি পালন মধ্যে রয়েছে স্বাস্থ্য স্বাথী ও কন্যাশ্রী এবং যুব শ্রী কৃষাণ ক্যাডিড কার্ড ও পশ্চিম বাংলা সরকারের বিভিন্ন কর্মসূচি যা মানব কল্যাণে ব্যাবহার করা হয়েছে। এদিনের এই দুয়ারে সরকারের কর্মসূচি তে ভাগ নেন পশ্চিম বাংলা সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর কর্মকর্তারা এবং উত্তর কুসুম অঞ্চলের তৃনমূল দলের সভাপতি এসানুল হক মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের অন্যতম সদস্য ও সমাজসেবক ইদ্দুজ্জামান মোল্লা এবং বাহিরগাছী গ্রাম পঞ্চায়েত সদস্য। এছাড়াও উপস্তিত ছিলেন উত্তর কুসুম অঞ্চলের জি পি ও কর্মকর্তারা। এদিনের পশ্চিম বাংলা সরকারের দুয়ারে সরকারের কর্মসূচি তে ভাগ নেন কয়েক হাজার মানুষ।

error: Content is protected !!