নীলফামারী ডোমারে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

তাহেরুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় নীলফামারীর ডোমারে অসচ্ছল এক কৃষকের ধান কেটে দিয়েছে ডোমার উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

শনিবার (১৩ই মে) সকাল সাড়ে ৯টায় ডোমার এশিয়ান হাইওয়ে সংলগ্ন দোলায় ডোমার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মানিকের নেতৃত্বে কৃষক আক্কাস আলীর আড়াই বিঘা জমির সোনালী ধান কেটে দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল রানা, সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান সৌরভ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোরসালিন ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাওছার ইসলাম, কেতকীবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লাবু হাসান, যুবলীগ নেতা সাদিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের ছাত্রনেতা আজমির রহমান রিশাদ, মেহেরাব হোসেন শিশির, বাঁধন রহমান, হারুন-অর-রশিদ, সজিব ইসলাম, লিখন ইসলাম, জসিম ইসলাম প্রমূখ।

ধান কাটার বিষয়ে ছাত্রলীগ কর্মীদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে কৃষক আক্কাস আলী বলেন, ছেলে সন্তান বিহীন পরিবারে কর্মক্ষম ব্যক্তি আমি একাই। শ্রমিক সংকট ও আর্থিক অসচ্ছলতার কারণে ছাত্রলীগের সেক্রেটারি মানিককে জানালে, সে তার দলীয় নেতা-কর্মীদের নিয়ে আজ আমার বন্ধকি আড়াই বিঘা জমির ধান কেটে দিয়েছে। এতে আমি উপকৃত। যারা কাজ করেছে, তাদের জন্য দোয়া রইলো।

এবিষয়ে ডোমার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মানিক বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় নীলফামারী জেলা ছাত্রলীগের আওতাধীন ডোমার উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ছাত্রলীগের কর্মীরা সদা সোচ্চার। সাধারণ জনগণের পাশে আমরা সবসময়ই থাকবো ইনশাআল্লাহ। আমাদের প্রায় ২০-২৫ জন ছাত্রলীগ কর্মী কঠোর পরিশ্রম করে কৃষকের বাড়ি অব্ধি ধান পৌঁছিয়ে দেয়।

error: Content is protected !!