নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসানের উপস্থিতিতে জমি নিয়ে বিরোধের অবসান হলো

লেখক: mosharraf hossain
প্রকাশ: 6 months ago

মোঃ আরিফুল ইসলাম( আরিফ) রাজগঞ্জঃ

যশোরের মনিরামপুর উপজেলার মল্লিকপুর গ্রামের আব্দুল জলিল দফাদার পিতা-মৃত কোরবান আলী দফাদারের সাথে প্রতিবেশি জামশেদ আলীর বসতবাড়ির দুই শতক জমি দখল নিয়ে মামলা করে ভুক্ত ভোগী আবদুল জলিলের ছেলে শফিকুল ইসলাম।

এক পর্যায়ে সহকারী ভূমি কমিশনার মোঃ আলী হাসান উপস্থিত থেকে বিষয়টি উভয় পক্ষকে ভালোভাবে বুঝিয়ে প্রকৃত মালিককে জমি ছেড়ে দিতে বলেন। বিবাদী মোঃ জামশেদ আলী তাঁর পক্ষে যথাযথ প্রমাণ দেখাতে না পারায় তাঁকে জমির দখল ছেড়ে দিতে বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান।
তিনি বলেন যদি কখনো মামলার রায় জামশেদ আলীর পক্ষে হয় তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আমি আপনার জমি পূনারয় বুঝিয়ে দিয়ে যাবো।

এছাড়া ও উপস্থিত ছিলেন রাজগঞ্জ ভূমি অফিসের নায়েব মোঃ আব্দুর রাজ্জাক, ০৯নং ঝাঁপা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান  শামসুল হক মন্টুসহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ।

error: Content is protected !!