মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি:
নদী ভাঙনে বিলীন হচ্ছে মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের গড়াই নদীর তীরে অবস্থিত গংগ্রাম খালি গ্রামের ৪০ থেকে ৫০ টি বাস্ত ভিটা বাড়ি।
সরজমিন ঘুরে জানা যায় – উপজেলার গংগ্রাম খালি গ্রামে প্রায় আধা কিলোমিটার ব্যাপী নদী গর্ভে বিলীন হচ্ছে- এর মধ্যে ১০-১২ টি বসত ঘর ভাঙ্গনের মুখে হেলে পড়েছে , এই মুহূর্তে প্রতিরোধ ব্যবস্থা না নিলে ,ধারণা করা হচ্ছে নদী গর্ভে বিলীন হবে নিশ্চিত ।
এ বিষয়ে অতি দ্রুত সুদৃষ্টি দেওয়ার জন্য,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,মাগুরা ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাকিব আল হাসান, মাগুরা জেলা প্রশাসক,উপজেলা প্রশাসক মহাদয় সহ জেলার সকল দায়িত্বরত বিজ্ঞ ব্যক্তিদের প্রতি সবীনয়ে আবেদন জানিয়েছেন এলাকার ভুক্তভোগীরা ।
ইতিমধ্যে মাগুরা জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, মোঃ সারওয়ার জাহান সুজন , শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মমতাজ মহল ,ঘটনাস্থল পরিদর্শনে এলাকাবাসী অত্যান্ত আশাবাদী- যাহাতে এই ভাঙ্গন রোধে যথা সময়ে যথাযথ অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন ।