নড়াইলে সাংবাদিকের উপর সন্ত্রাসী হমলার প্রতিবাদে বিক্ষোভ ও মানব বন্ধন অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: 2 years ago

সাজ্জাদ তুহিন, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইল লোহাগড়া উপজেলায় ইউপি চেয়ারম্যান কতৃক সাংবাদিক মোহাম্মদ আজিজুর বিশ্বাস কে হত্যার চেষ্টার প্রতিবাদে স্থানীয় সাংবাদিক সমাজের আয়োজনে মানবন্ধন ও  প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

০২ জুন (শুক্রবার) বিকাল ৪ টার দিকে ,লোহাগড়া উপজেলা পরিষদের সামনে যশোর-কালনা মহাসড়কে অবস্থিত স্থানীয় ও জেলার বাইরেট বিভিন্ন স্থন থেকে আসা কয়েকশত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় সুশীল সমাজের লোকজনের উপস্থিতি তে দৈনিক আই বার্তা পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক আজিজুর বিশ্বাসকে হত্যা চেষ্টার প্রতিবাদে ও দিঘলিয়া ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর প্রধান চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিনসহ হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে এ মানবন্ধন ও প্রতিবাদ সভা  অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে আবারও হামলার চেষ্টা করে মোহড়া দেয় দিঘলিয়ার সন্ত্রাসী বাহিনীর প্রধান চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিনসহ। সাংবাদিকদের সাহসী পদক্ষেপে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কড়া হস্তক্ষেপে কারণে পিছু হোটে যায় বোরহানের সন্ত্রাসী বাহিনীরা।

এর আগে হামলাকারীদের গ্রেপ্তার কঠোর শাস্তির দাবি জানিয়ে বক্তব্য প্রদান করেন, খন্দকার আছিফুর রহমান (বিএমএসএস চেয়ারম্যান) প্রশিক্ষণ ও শিক্ষা সম্পাদক লোহাগড়া  প্রেসক্লাবের সভাপতি ওবায়দুর রহমান,খুলনা বিভাগীয় কমিটির সহ-সভাপতি খন্দকার আশিকুর রহমান (টনি) সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, লোহাগড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মনির খান, লোহাগড়া  রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নয়ন শেখ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার ছদরুজ্জামানসহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।

উল্লেখ্য গত ১ জুন বৃহস্পতিবার লোহাগড়া উপজেলা পরিষদের সামনে দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ বোরহানউদ্দিন এর নেতৃত্বে একদল সন্ত্রাসি দৈনিক আই বার্তা পত্রিকার বিশেষ প্রতিনিধি এবং খুলনার আঞ্চলিক দৈনিক প্রবাহ পত্রিকার লোহাগড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক আজিজুর বিশ্বাস কে হত্যার উদ্দেশ্যে আতর্কিত হামলা চালিয়ে  গুরুতর আহত করে। পরে ঘটনা স্থল থেকে মারাত্বক আহত অবস্থায় উপস্থিত সাংবাদিক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমান তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান বোরহান বাহিনী কে গ্রেফতার পূর্বক আইনী ব্যাবস্থার দাবি জানিয়ে প্রতিবাদ সভা ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

error: Content is protected !!