নড়াইলে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

লেখক: Rakib hossain
প্রকাশ: 2 months ago

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:
নড়াইলে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

২৬ আগস্ট (সোমবার) সকাল ১১ টার দিকে নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়, নড়াইল এর আয়োজনে এ আলোচনা সভা ও  বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও  বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ-পরিচালক জুলিয়া শুকায়না। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক ( অর্থ ও আইসিটি) মোঃ  আরাফাত হোসেন,

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাড.আলমগীর সিদ্দিকী, নড়াইল পূঁজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. পংকজ বিহারী ঘোষ, সরকারি কর্মকর্তা, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন মন্দির ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকা,কৃষ্ণভক্তবৃন্দসহ অনেকেই এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের সহকারি প্রকল্প পরিচালক দেবাশীষ বাইন।

এছাড়াও জন্মষ্টমী পালন উপলক্ষে নড়াইল টাউন কালী বাড়ী মন্দির,বাধাঁঘাট কেন্দ্রীয় দূর্গা মন্দির,নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও মিশন,ইসকন মন্দিরসহ জেলার বিভিন্ন মন্দিরে গীতা পাঠ,ভজন সঙ্গীত,অনারাম্বর শোভাযাত্রা,আলোচনা সভা,বিশেষ প্রার্থনা ও শ্রীকৃষ্ণ পূজাঁর এবং প্রসাদ বিতরণ করা হয়।

error: Content is protected !!