ইকরামুল হোসাইন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধ:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২য় গেইট সংলগ্ন দোকানগুলোতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয়। আজ সকাল ১১টার দিকে এমন একটি অভিযোগ পাওয়া যায়। “মেসার্স অভি ভ্যারাইটিজ স্টোর” নামের এক দোকান থেকে মেয়াদোত্তীর্ণ মাউন্টেন ডিউ বিক্রির সময় হাতেনাতে ধরা পড়ে দোকানী। দোকানের রেফ্রিজারেটারে বিক্রির উদ্দেশ্যে রাখা আরও মেয়াদোত্তীর্ণ কোমল পানীয়ও পাওয়া যায়।
এ নিয়ে এক ভুক্তভোগী শিক্ষার্থী জানান, এসব দোকানে সঠিক তদারকির অভাবে দোকানিরা নিয়মবহির্ভূত কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। মেয়াদোত্তীর্ণ খাবার ও পানীয় গ্রহণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অজ্ঞ থাকায় তারা এ কাজ করে চলেছে।
বাজার কমিটির সভাপতি গাজী আব্দুল্লাহ আল মামুন জানান, “দোকানিরা আলসেমি ও অবহেলাজনিত কারণে এমন ভুল করে। আমি দ্রুত ব্যবস্থা নিয়ে এসব পণ্য সরিয়ে ফেলার উদ্যোগ নেব।”
উল্লেখ্য, এর আগেও একই স্থানের “কামরুল স্টোর” নামক দোকানের মালিক মো. কামরুলকে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় বিক্রির সময় হাতেনাতে ধরা হয়। তবে সেবার মৌখিক মুচলেকার মাধ্যমে কোনো শাস্তি ছাড়াই তাকে ছেড়ে দেওয়া হয়।
বিশেষজ্ঞরা বলছেন, মেয়াদোত্তীর্ণ খাবার ও পানীয় বিক্রি একটি গুরুতর দণ্ডনীয় অপরাধ। এ ধরনের পণ্য ব্যবহারে জনস্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব পড়তে পারে। নিয়মিত বাজার তদারকি ও কঠোর পদক্ষেপ গ্রহণ ছাড়া এমন অপরাধ রোধ করা সম্ভব নয়।