কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
বিশ্ব মিলাদুন্নবী দিবস উপলক্ষে আয়োজিত জলসায় বক্তব্য রাখতে গিয়ে কলকাতার খিদিরপুর খানকা শরীফের ছোট পীর সাহেব, হজরত মাওলানা সৈয়দ শাহ সুফি গোলাম ইস্তারশিদ আল কাদেরী বলেন যে বিশ্বের বিভিন্ন দেশে দ্বীন ইসলাম প্রতিষ্ঠায় বড় ভূমিকা পালন করছে ওলী আউলিয়ারা।
তিনি বলেন যে বর্তমান ভারত সহ বাংলাদেশ থেকে শুরু করে পাকিস্তান সহ গোটা এশিয়ার বৃহত্তম মুসলিম দেশগুলোর মধ্যে দ্বীনের দাওয়াত ও তাবলীগের প্রকৃত অর্থে কাজ করছে আমাদের দেশের ওলী আউলিয়ারা। সেক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে সুলতান ই হিন্দ খাজা গরীব নাওয়াজ সৈয়দ শাহ সুফি খাজা বাবা। এবং হজরত শাহজালাল শাহ ও হজরত শাহ পারাণ এবং হজরত নিজামুদ্দিন আওলীয়া এবং শাহ সুফি মাওলা পাক সহ আরো ওলী আউলিয়ারা।
আজকের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পূর্ব এর নবগ্রাম অঞ্চল এর হিমচি মাদ্রাসা জামিয়া মুর্শিদিয়া আক্তারিয়া ফায়জানে আহলে বাইত এর উদ্যোগে একটি ইসলামী জলসায় ভাষণ দিতে গিয়ে একথা বলেন। তিনি বলেন যে তার দাদা হুজুর সৈয়দ শাহ সুফি হজরত মাওলানা নসিমুদ্দিন শাহ আল কাদেরী এবং হজরত মাওলানা সৈয়দ শাহ আজিমুদ্দিন শাহ কাদরী এবং তার আব্বা হুজুর ও আন্তর্জাতিক পীর বাংলার বুলবুল হজরত শাহ সুফি আল্লামা সৈয়দ কুতুবুদ্দিন আক্তার আলী শাহ আল কাদেরী প্রচেষ্টায় গ্রাম বাংলায় ইসলাম কে প্রসারিত করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে গেছেন। সেই সঙ্গে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন স্থানে যে ভাবে ওলী আউলিয়াদের পবিত্র মাজার পাক ভেঙ্গে ফেলা হয়েছে কিছু দুর্বৃত্তদের দ্বারা তা অতি নিন্দার বিষয়। শান্তি প্রিয় মুসলিম উম্মাহর মানুষ তাদের প্রানপ্রিয় ইসলামের দিক্ষাগুরু র মাজারে যায় জিয়ারত করতে। সেখানে কেউ কবর পূজা করে না।
তাহলে দ্বীন ইসলাম বিরোধী মানুষ কি করে সাহস পায় ওলী আউলিয়াদের মাজার ভাঙতে। এই ঘটনার সকাল মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ কে প্রতিরোধ গড়ার ডাক দিয়েছে। সেই সঙ্গে পবিত্র মাজার এলাকা থেকে অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে আহ্বান জানিয়েছেন।
আজকের এই জলসায় মিলাদুন্নবী র কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। নবী ও সাহাবী ও ওলী আউলিয়াদের জীবনী নিয়ে বক্তব্য রাখেন কলকাতার পবিত্র খিদিরপুর খানকা শরীফের সেজ সাহেব জাদা পীর সৈয়দ শাহ সুফি হজরত মাওলানা মুফতী গোলাম মুস্তারলিদ আল কাদেরী এবং কারী হজরত ইকবাল হোসেন মন্ডল আল কাদেরী এবং মাওলানা জামির হোসেন সাহেব এবং কাদেরীয়া তরিকার অন্যান্য আলেমগণ। এই মিলাদুন্নবী উপলক্ষে হিমচি মাদ্রাসা জামিয়া মুর্শিদিয়া আক্তারিয়া ফায়জানে আহলে বাইত এর প্রোগ্রাম টি পরিচালনা করতে সাহায্য করেছে বারুইপুর জেলা পুলিশের বারুইপুর থানার আই সি শ্রী সৌম্যজোতি রায় এবং নবগ্রাম অঞ্চল তৃনমূল দলের নেতা এবং উপপ্রধান জনাব আক্তার হোসেন মন্ডল ও হিমচি মাদ্রাসা ও মসজিদ কমিটির সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকারকর্মী জনাব মোশারফ হোসেন মন্ডল এবং হিমচি মাদ্রাসা কমিটি ও হিমচি আহলে সুন্নাত জামায়াতের যুব কমিটির সদস্যরা।