দেলুয়াবাড়ী মাধ্যমিক বিদ্যালয় বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ২০২৩

লেখক: Rakib hossain
প্রকাশ: 12 months ago

ইমরান হোসেন, পৌর প্রতিনিধি:

যশোরের মনিরামপুর উপজেলার দেলুয়াবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম ও নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।অষ্টম শ্রেণীতে পরীক্ষার্থী ছিলেন ৫৬ জন এর ভিতরে পাস করছেন ৪৭ জন এবং ৯ জন ফেল করছেন। এবং নবম শ্রেণীতে পরীক্ষার্থী ছিলেন ৪৮জন এর ভিতরে পাস করছেন ৩৯ জন এবং ফেল করছেন ৯ জন। এ সময়ে পরীক্ষায় জিপিএ ফাইভ পাওয়া ছাত্র-ছাত্রীদের সম্মাননা ক্রেষ্ঠ প্রদান করা হয়। এবং ২০১৯-২০২৩ সালের JSC ও SSC পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেষ্ঠ দেওয় হয়। এ সময় উপস্থিত ছিলেন দেলুয়াবাড়ী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিহার রঞ্জন রায়। সভাপতি জনাব,আনিচুন রহমান তজু, প্রধান শিক্ষক সম্পাকারী প্রাইমারীর মোঃ শহিদুই, মোশাররেফ হোসেন ,মতিয়ার রহমান, হাসেম আলী,সেলিম রেজা,রবিউল ইসলাম,সরকারী প্রধানশিক্ষক,তাসলিমা খাতুন, সদস্য খালেদা পারভীন,সফিকুল ইসলাম,সাকিল উদ্দিন রাজু,মোঃ হাসান গাজী সাবেক মেম্বর আবু মুসা সহ আরও অনেকে।

error: Content is protected !!