শাহিদুর রহমান,দিরাই উপজেলা প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২(দিরাই-শাল্লা) নির্বাচনী এলাকায় নৌকার মনোনয়ন প্রত্যাশী স্কোয়াড্রন লীগার (অবঃ) বাংলাদেশ বিমান বাহিনী, ডেপুটি ডিরেক্টর (ভূতপূর্ব), স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) তানভীর তুলি ২৯ মে সোমবার জেলা পরিষদ ডাকবাংলা শাল্লা সুনামগঞ্জে শাল্লা উপজেলা আওয়ামীলীগ কর্মী রবীন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে, শাল্লা উপজেলার জনসাধারণের সাথে নির্বাচনী গণসংযোগ করেন।
এসময় উনার সাথে আগত নরুল ইসলাম বজলু, রুহুল আমিন তালুকদার, সোহাগ চৌধুরী, আতিকুর রহমান আতিক সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর একই স্থানে তিনি শাল্লা উপজেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় কালে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন আমি দিরাই-শাল্লার সন্তান দিরাই-শাল্লার নামের আগ থেকে অবহেলিত শব্দটি মুছে দেয়ার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২(দিরাই-শাল্লা) নির্বাচনী এলাকায় নৌকার মনোনয়ন প্রত্যাশী।
আমি আমার লক্ষে পৌছাতে কাজ করে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে নৌকা প্রতীক দেন এবং আমি যদি বিজয়ী হই দিরাই-শাল্লার উন্নয়নে কাজ করে যাব।
অন্যথায় যিনি নৌকা প্রতীক পাবেন তার বিজয়ে কাজ করে যাব বলে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, এছাড়া তিনি সকল ভেদাভেদ ভুলে আসন্ন জাতীয় নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।