ডুমুরিয়া প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

লেখক: Champa Biswas
প্রকাশ: 12 months ago

এস,কে বাপ্পি খুলনা ব্যুরোঃ

ডুমুরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সমকাল প্রতিনিধি এম এ এরশাদের বাড়িতে ঢুকে কথিত যুবলীগ নেতা শিমুল বিশ্বাসের সন্ত্রাসী কার্যকলাপ ও জীবননাশের হুমকি এবং ঢাকাসহ সারাদেশের সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে রবিবার সকাল ১১ টায় ডুমুরিয়া প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। এসব কর্মসূচীতে সভাপতিত্ব করেন, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম। বক্তৃতা করেন, মানবজমিনের খুলনার ব্যুরো প্রধান রাশেদুল ইসলাম, ডুমুরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ইত্তেফাক প্রতিনিধি জি এম আব্দুস সালাম, সাবেক সভাপতি সমকাল প্রতিনিধি এম এ এরশাদ, সাধারন সম্পাদক দৈনিক ভোরের কাগজ ও জন্মভুমি প্রতিনিধি শেখ মাহাতাব হোসেন, সংবাদ সারাবেলার ডুমুরিয়া প্রতিনিধি শেখ এনামুল বাসার টিটো, ঢাকা প্রতিদিনের ডুমুরিয়া প্রতিনিধি মোঃ আব্দুর রশিদ বাচ্চু, সময়ের খবরের প্রতিনিধি মাহাবুর রহমান, দৈনিক খুলনার প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম, সংবাদ প্রতিনিধি এম এ মজিদ, আমাদের সময়ের প্রতিনিধি সুজিত মল্লিক, দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধি জাহিদুর রহমান বিপ্লব, দৈনিক যশোরের প্রতিনিধি শেখ আব্দুল মজিদ, অনিবার্ন প্রতিনিধি আশরাফুল ইসলাম, এশিয়ান টিভির প্রতিনিধি আক্তারুজ্জামান লিটন, খুলনা টাইমসের প্রতিনিধি মোঃ মোক্তার হোসেন, মানবজমিনের প্রতিনিধি সুমন ব্রক্ষ্ম, দৈনিক তথ্যের প্রতিনিধি খান মহিদুল ইসলাম, চ্যানেল এসের প্রতিনিধি জাহাঙ্গীর আলম মুকুল, রানার প্রতিনিধি এস কে বাপ্পি, কালবেলা প্রতিনিধি দিপ্তীমান বাপ্পী, সময়ের খবরের উত্তর ডুমুরিয়া প্রতিনিধি এফ এম মনির, আশ্রয় প্রতিদিনেরপ্রতিনিধি আরিফুজ্জামান নয়ন, গাজী সোহেল আহমেদ, শেখ ফরিদুল ইসলাম, মিঠুন মন্ডল প্রমুখ। উল্লেখ্য, গত ২১ অক্টোবর সমকাল পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কথিত যুবলীগ নেতা শিমুল বিশ্বাস সমকাল প্রতিনিধি এম এ এরশাদের বাড়িতে ঢুকে জীবন নাশের হুমকি দেয়। এ ঘটনায় থানায় জিডি হয়েছে।

error: Content is protected !!