ডুমুরিয়ায় সাংবাদিক মিঠুন এর উপর অতর্কিত হামলা
এস,কে বাপ্পি খুলনা ব্যুরোঃ
খুলনার ডুমুরিয়ার দৈনিক রাজপথের দাবি পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি (ডুমুরিয়া) সাংবাদিক মিঠুন মন্ডল উপর অতর্কিত হামলা চালিয়েছে একরামুল কবির(৫৫) ও তার ছেলে সহ ভাড়াটিয়া দলবল। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ডুমুরিয়ার মাধবকাঠি মোড়ে এ ঘটনা ঘটে।
সরোজমিনে যেয়ে জানা যায়, মিঠুন মন্ডলের পাঁচটি গরু দূধ, দীর্ঘ ৬ মাস ধরে বিক্রয় করে আসছিল,দুধ ব্যবসায়ী ইকরামুল কবির এর কাছে।
ইকরামুল কবির এর সাথে মিঠুন মেন্ডেলের মৌখিক চুক্তি হয়েছে, সারাবছর আমার গরু যে দূধ হবে সেটা কেজি প্রতি ৫০ টাকা করে ক্রায় করবে। এবং আমার দুধ যতদিন থাকবে বলে সে নিবে বলে অঙ্গিকার করে, কিন্তু কিছুদিন ধরে ইকরামুল কবির দূধ নিবে না বলে জানিয়েছেন, এসময় ইকরামুল এর সঙ্গে কথা কাটাকাটি বিরোধের সৃষ্টি হয়।
ঠিকএকদিন পারে ০৩/০৫/২০২৩ বুধবার বার সন্ধ্যা ৬ টায় মিঠুন মন্ডল কে ফোন করে মাধবকাটি মড়ে ডেকে আনে। ইকরামুল কবিরের পূর্ব পরিকল্পিতভাবে মিঠুন এর উপরে বাঁশের লাঠিসোটা ও তার দলবল নিয়ে হামলা করে, ইকরামুল কবির ুএর ছেলে মোঃ উজ্জ্বল(৩২) , ও থুকরা গ্রামের মো:রাসেল হোসেন (২৫) পিতাঃমো টাইগার হোসেন, এবং একই গ্রামে মোঃ আলাউদ্দিন (৪৫)। এই ঘটনায় মিঠুন মন্ডলের মাটরসাইকেলের চাবি সহ কাছে থাকা ডুমুরিয়া পল্লী সঞ্চয় ব্যাংক থেকে লোনের নগদ বিভিন্ন নোটের নগদ ৭০,০০০ হাজার টাকা নিয়ে নেয়।মিঠুনের শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়িভাবে মারপিট করে রক্তাক্ত করে, এমন কি নাকে ঘুষি মেরে রক্তাক্ত আহত করে,
পরবর্তীতে মিঠুন মন্ডল ৯৯৯ এ কল করে পুলিশের সহযোগিতা নেন,পুলিশ আসার খবর জানতে পেরে একরামুল কবির সহ তার দলবল দ্রুত স্থান ত্যাগ করে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে তদন্ত জন্য তথ্য সংগ্রহ করে।
পরে এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় মিঠুন মন্ডল ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
এঘটনায় মিঠুন মন্ডল ডুমুরিয়া থানার একটি লিখিত অভিযোগ করেন।