ঠাকুরগাঁওয়ে বিএসএফ’র গুলিতে নিহত ১

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

মোঃ রাজু,রংপুর বিভাগীয় প্রতিনিধি: 

ঠাকুরগাঁওয়ে ভারতীয় সীমান্ত দিয়ে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে নুরুজ্জামান (৪০) নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে। রবিবার রাত একটার দিকে জেলার বালিয়াডাঙ্গি উপজেলার একই সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত নুরুজ্জামান আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি গ্রামের তসলিম উদ্দিনের ছেলে বলে তথ্য পাওয়া যায়।বিষয়টি নিশ্চিত করে আমজান খোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আকালু জানান, ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছি ১০ থেকে ১৫ জনের একটি চোরাকারবারি দল গত রাতে গরু আনতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সোনামতি ক্যাম্পের সদস্যরা গুলি চালায়। এতে নুরুজ্জামান নিহত হয়। বাকি অন্যরা পালিয়ে যায়। তার লাশ বর্তমানে ভারতের ইসলামপুরের ১৫২ সোনামতি ক্যাম্পের বিএসএফ ক্যাম্পে রয়েছে ।ঠাকুরগাঁও (৫০বিজিবি) ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল তানজীর আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ভারতের বিএসএফ ১৫২ সোনামতি ক্যাম্পে রয়েছে । আমরা পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি। পতাকা বৈঠক শেষে জানা যাবে প্রকৃত ঘটনা কি ।

error: Content is protected !!