জামায়াত ক্ষমতায় গেলে হিন্দুসহ সকল ধর্মের মানুষ পূর্ণ নিরাপত্তা পাবে – ড.ওবায়দুল্লাহ 

লেখক: Champa Biswas
প্রকাশ: 4 weeks ago

মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ,রাজশাহীঃ 

গোদাগাড়ী উপজেলা কেন্দ্রীয় মন্দিরে সকল হিন্দু সর্বসাধারণের সমন্বয়ে পুজা পুনর্মিলনী অনুষ্ঠান হয়।

সোমবার বিকাল ৪ টায় গোদাগাড়ী হাটপাড়া কেন্দ্রীয় পূজা মণ্ডপে হিন্দু সম্প্রদায়ের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ওবায়দুল্লাহ, সহ -সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী জেলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জামায়াত ক্ষমতায় গেলে হিন্দুসহ সকল ধর্মের লোকদের জীবন ও সম্পদ পূর্ণ নিরাপত্তা পাবে। ভারতীয় উপমহাদেশ মুসলমান ৭৫০ বছর শাসন করেছে।

হিন্দুসহ সকল ধর্মের লোকেরা মুসলিম শাসকদের অধীনে চাকরী ব্যবসা বানিজ্য জমিদারীসহ সকল ক্ষেত্রে পূর্ণ নিরাপত্তা লাভ করেছে।

হিন্দু নেতা শান্ত কুমার মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আমীর আনারুল ইসলাম, ৬ নং ওয়ার্ড সেক্রেটারী রবিউল, ৭ ওয়ার্ড সেক্রেটারী মোসাদ্দেক হোসেন তোহা প্রমুখ।

error: Content is protected !!