গোপালগঞ্জে সন্ত্রাসী হামলায় যুবক আহত

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

স্টাফ রিপোর্টার:

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় সন্ত্রাসী হামলায় শান্ত শরীফ (২০) নামের এক যুবককে গুরুতর আহত করে পঞ্চাশ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ। গত ২মে শুক্রবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ২নং বর্ণি ইউনিয়নের বর্ণি দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে শান্ত শরিফ বর্ণি গ্রামের মমিনুর শরীফের ছেলে তার তিন ছেলে-মেয়ে নিয়ে স্ত্রী রুমা আক্তার গ্রামের বাড়িতে বসবাস করেন।

এঘটনায় আহতের মা রুমা আক্তার এলাকার মিন্টু মুন্সির ছেলে আলিম মুন্সী (২২), আক্কাস মুন্সির ছেলে রেজাউল মুন্সী গেদু (২০), জোবেদ আলী মুন্সির ছেলে রায়হান মুন্সী (১৮) ও নজরুল শেখের ছেলে বায়েজিদ শেখ (১৯) কে আসামি করে টুঙ্গিপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায় ২ মে শুক্রবার সকাল ১০ টার সময় শান্ত শরীফ নিজেদের বিল্ডিং নির্মাণের জন্য মালামাল ক্রয়ের উদ্দেশ্য নগদ ৫০ পঞ্চাশ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পার্শ্ববর্তী কালভার্টের নিকট পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা আলিম মুন্সি, রেজাউল মুন্সি, রায়হান মুন্সি, বায়েজিদ শেখ মিলে শান্ত শরীফের পথরোধ করে দেশীয় অস্ত্র রামদা লাঠি হাতুড়ি নিয়ে হামলা চালিয়ে মারাত্মক আহত করে কাছে থাকা নগদ ৫০ পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় শান্ত শরীফের চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন শান্ত শরীফকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সরজমিনে ওই এলাকায় গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, হামলাকারীরা বেপরোয়া ও দুর্ধর্ষ প্রকৃতির। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, রাস্তায় হঠাৎ তারা শান্ত শরীফকে মারপিট করতে দেখি। পরে তারা জানতে পারেন শান্ত শরীফ ভালো পোশাক পরে আসায় হামলাকারীরা তাকে কটাক্ষ করায় শান্ত শরিফের সঙ্গে তাদের কথা কাটাকাটি হলে এক পর্যায় হামলাকারীরা সংঘবদ্ধ হয়ে শান্ত শরিফের ওপর হামলা চালায়। এলাকার লোকজন আরও জানায় আহত শান্ত শরীফর খুবই নম্র ভদ্র প্রকৃতির ছেলে। পাশাপাশি হামলাকারীরা এলাকায় খুবই প্রভাবশালী ও বেপরোয়া প্রকৃতির উগ্র যুবক। এই যুবক দলটি মাঝে মধ্যেই এলাকায় অপরাধ মূলক কর্মকাণ্ড করে অশান্তির সৃষ্টি করে।

এ বিষয়ে হামলা কারী আলিম মুন্সির পিতা মিন্টু মুন্সী সাংবাদিকদের উপস্থিতিতে হুমকি দিয়ে বলেন, আমার ছেলের বিরুদ্ধে মামলা হলে আমিও বসে থাকবো না। আমরা এই বিষয়টি মিটমাটের প্রস্তাব দিয়েছি। ইউপি সদস্য সামাদ মুন্সী বলেন, আমার বিষয়টি সম্পর্কে অবগত আছি, ঘটনাটি মিটমাটের চেষ্টা করছি।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান   বলেন, সন্ত্রাসী হামলা হওয়ার একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

error: Content is protected !!