গোদাগাড়ীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৫২তম সমবায় দিবস পালিত

লেখক: Rakib hossain
প্রকাশ: 11 months ago

মোঃমাসুদ আলম ব্যুরো চীফ, রাজশাহী:

রাজশাহী গোদাগাড়ী উপজেলায় সারা দেশের ন্যায় ৫২তম জাতীয় সমবায় দিবস নানা কর্মসূচির মধ্যদিয়ে পালন করা হয়েছে। ‘সমবায়ে গড়েছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপা দ্যেউপজেলা প্রশাসন ও সমবায়ের যৌথ আয়োজনে দিবসটি পালন উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সফল সমবায় সমিতি এবং সমবায়ী উদ্যোক্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শনিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম এর সভাপতিত্বে ও গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি এবিএম কামারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিগার হাসরত,উপজেলা সমবায় অফিসার। সমবায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এনাতুস সারেন, শুরশুরি পাড়া আদিবাসী,খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, সুলতানা বেগম,সজাগ মহিলা সমবায় সমিতি, নজরুল ইসলাম, গোদাগাড়ী কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, সংসদ সদস্য, (গোদাগাড়ী তানোর -১) এছাড়াও
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান উপজেলা পরিষদ, সুফিয়া খাতুন মিলি, মহিলা ভাইস চেয়ারম্যান, মো: জাহিদ হাসান, সহকারী কমিশনার (ভূমি), শম্ভু চাঁদ মন্ডল, তদন্ত ওসি, এ এম শাহীন আলম, সভাপতি বি আর ডি বি, শারমিন সুলতানা, পল্পী উন্নয়ন কর্মকর্তা, মো:মাসুদ আলম, পরিচালক, দি চাইল্ড কেয়ার একাডেমি, প্রমুখ
এ সময় সমবায় সমিতির সদস্য, উদ্যোক্তা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে
গোদাগাড়ী উপজেলাধীন সর্বোচ্চ অডিট ফি ও সিডিএফ প্রদানকারী সমবায় সমিতির
৮ টি সমবায়ী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংগঠন গুলো
০১। সুরশুনীপাড়া আদিবাসী খ্রিষ্টান কো-অপারীটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ
০২। জৈঠাবটতলা কৃষক উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড
০৩। ধরমপুর মালিগাছা আদর্শ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড
০৪। গোদাগাড়ী কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড
০৫। ডালিয়া মহিলা সমবায় সমিতি লিমিটেড
০৬। কল্যাণ সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড
০৭। বন্ধন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড।
০৮। কনকচাপা মহিলা সমবায় সমিতি লিমিটেড।

error: Content is protected !!