গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা মাহবুবুর রহমান

লেখক:
প্রকাশ: 1 year ago

অনলাইন ডেস্কঃ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক সেনাপ্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব) মাহবুবুর রহমান। মঙ্গলবার ২ই মে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাহবুবুর রহমান হার্ট ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত। গত রবিবার থেকে তিনি সিএমএইচ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

তার সুস্থতায় পরিবারের পক্ষ দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
১৯৯৬ সালের ২০ মে মাহবুবুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর দশম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। ২০০১ সালের নির্বাচনে মাহবুবুর রহমান বিএনপির মনোনয়নে দিনাজপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০৭ সালের ডিসেম্বরে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হন।

error: Content is protected !!