গরীবপুর- চাঁদপুর দাখিল মাদ্রাসার সুপার মুস্তাফিজুর রহমানের বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

অমিতাভ মল্লিক,প্রধান ক্রাইম রিপোর্টারঃ

নাইম হোসেন (১৬) পিতা: মিন্টু মোল্লা, ৯ শ্রেনীর ছাত্র গরীবপুর চাঁদপুর দাখিল মাদ্রাসায়। কাছে মোবাইল পাওয়ার জন্য তাকে অমানুষিকভাবে বেত্রাঘাত করে শরীরের পিঠের দক্ষিণ পাশে রক্ত ফোলা দৃশ্যমান অসংখ্য জখম করে, শিক্ষক আসলাম হোসেন (কম্পিউটার) । এই অমানুষিক শিক্ষক আসলাম হোসেনের বিরুদ্ধে পূর্বে অনেক অভিযোগ আছে এরকম নিকৃষ্ট কাজের।নাইমের চাচা মোহাম্মদ মতিয়ার রহমান মনু শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ করার জন্য যেতে চাইলে মাদ্রাসা সুপার মুস্তাফিজুর রহমান সহ মাদ্রাসার অন্যান্য শিক্ষকগণ মনিরামপুর উপজেলার চাঁদপুর বাজারের বাঁশতলার মোড়ে পথ রোধ করে। বিষয়টি বিভিন্ন মহলের মাধ্যমে ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে ।

নাঈম হোসেনের মা নাজমা খাতুন কম্পিউটার শিক্ষক আসলাম হোসেন দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মাদ্রাসা সুপার মোস্তাফিজুর রহমান বলেন, মাদ্রাসার সভাপতি হারুন অর রশিদ সেলিম এর সাথে কথা হয়েছে। আগামীকাল সকাল দশটায় মাদ্রাসায় সভাপতি বিষয়টা নিয়ে বসবেন।

error: Content is protected !!