কেশবপুরে তরুণ প্রজন্মের নতুন ভোটারদের মনের অনুভূতি প্রকাশ 

লেখক: Champa Biswas
প্রকাশ: 10 months ago

সোহেল রানা,কেশবপুর প্রতিনিধিঃ 

শনিবার সারাদিন সমাজের কথা পত্রিকার‌ সাংবাদিক ও নিউজ বিডি জার্নালিস্ট ২৪ এর সংবাদ কর্মীরা, তরুণ প্রজন্মের নতুন ভোটারদের মনের অনুভূতি প্রকাশ করেন কেশবপুর পাবলিক ময়দানের পৌর ভবনের পাশে, সমাজের কথা পত্রিকার মাল্টিমিডিয়ায় তরুণ প্রজন্মের কয়েক জন নতুন ভোটার বক্তব্য রাখেন,আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশ কতটুকু উন্নয়ন হয়েছে এই প্রশ্নের জবাবে কেশবপুর উপজেলার নতুন ভোটার সোহেল রানা বলেন, বিগত ১৫ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছেন, আমি বুঝতে শেখার পর থেকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছেন। এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে। বাংলাদেশ একটি ছোট্ট দেশ হিসাবে অনেক উন্নত।এই উন্নয়নের সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশে, পদ্মা সেতু হয়েছে, মেট্রোরেল হয়েছে, কর্ণফুলী ট্যানেল হয়েছে, এছাড়া বিপুল পরিমাণ সড়ক সেতুর উন্নয়ন হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশ একটি আধুনিক স্মাট বাংলাদেশ গড়ে উঠেছে ।এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তরুণ প্রজন্মের প্রথম ভোটটা আমি এই উন্নয়নের সরকারকে দিয়ে বাংলাদেশকে রোল মডেল বাংলাদেশ গড়বো, ধন্যবাদ।কেশবপুরে উন্নয়নের জন্য কী কী ঘাটতি রয়েছে এই জবাবে কেশবপুর উপজেলার মাসুদ পারভেজ হৃদয় বলেন,১৫ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু বাংলাদেশে বেকারত্ব কমে নাই ! বাংলাদেশে বিপুল পরিমাণ বেকার আছে কাজের অভাবে এই বেকারত্ব নিয়ে ভুগছে।

তাই এই বেকারত্বকে দূর করার লক্ষ্যে কেশবপুরে একটি সরকারি আইটি সেক্টর খোলা হোক যেখান থেকে মানুষ সরকারি খরচে বা নিজস্ব খরচে ফ্রিলান্সিং শিখে ঘরে বসে ইনকাম করে এই বেকারত্ব দূর করবে ।এছাড়া সমগ্র কেশবপুর বাসীর একটাই চাওয়া কেশবপুরের ট্রাফিক সার্জেন্ট গ্রামেগঞ্জে অলিতে গলিতে গিয়ে মোটরসাইকেল আটক করা বন্ধ চাই।বাংলাদেশ উন্নয়নশীল দেশ হলেও, গ্রাম অঞ্চলের লোক এখনো সচ্ছল নয় তাই তাদের দাবি কষ্টের টাকা দিয়ে কেনা শখের বাইক কাগজপত্রের জন্য গ্রাম অঞ্চল থেকে আটক না করা ।এছাড়া কেশবপুর উপজেলার নতুন ভোটার আলিফ বলেধ, বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা সর্বদা এই উন্নয়নের সরকারকে পক্ষে আছি ।

error: Content is protected !!