কালীগঞ্জে যৌতুকের জন্য চুল কেটে দিল স্বামী

লেখক: Rakib hossain
প্রকাশ: 4 months ago

হুমায়ুন কবির কালিগঞ্জ,ঝিনাইদহ  প্রতিনিধি:
যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের এক পর্যায়ে কাঁচি দিয়ে চুল কেটে দেন তার স্বামী। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটেছে। পরে স্ত্রী শারমিন আক্তার (৩৩) জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন দিয়ে স্বামীকে পুলিশে ধরিয়ে দেয়। অভিযুক্ত স্বামী  জাফর ইকবাল উপজেলার বড় শিমলা গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে কালিগঞ্জ থানায় মামলা করলে বুধবার আসামি জাফর ইকবালকে
আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জাফর ইকবালের স্ত্রীর বাপের বাড়ি ঢাকা বিক্রমপুর। বাবার চাকুরির সুবাদে তারা  বড়শিমলা গ্রামের স্থায়ী বাসিন্দা। ১৩ বছর আগে জাফরের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে ৯ বছর বয়সী জিবা নামে একটি কন্যা সন্তান আছে।
নির্যাতনের শিকার ওই নারীর অভিযোগ, জাফর ব্যবসা করার জন্য আমাকে
পিতার বাড়ী হইতে যৌতুক বাবদ পাঁচ লক্ষ টাকা আনার  জন্য চাপ দিতে থাকে। আমি টাকা এনে দিতে অস্বীকার করলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও কিল ঘুষি মারে এবং আমাকে ভয়ভীতি দেখিয়ে কাপড় কাটা কেঁচি দিয়া আমার মাথার চুল কেটে দেয়। কালিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু আজিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ ঘটনায় বুধবার জাফরের স্ত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনে
থানায় একটি মামলা করেন। দুপুরে জাফর ইকবালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো
হয়েছে।
error: Content is protected !!