কালীগঞ্জ,ঝিনাইদহ,প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সংসদীয় চার আসনে নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায়ে নৌকা প্রতীকের সমার্থক ও একটি নির্বাচনী অফিসে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সর্বমোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ৩০ নভেম্বর বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিবের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট ভূষণ রোডে নৌকা সমর্থিত মোটরসাইকেল শোডাউনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে উপজেলার রায়গ্রাম ইউনিয়নের মেগুরখিদ্দা গ্রামের মোহাম্মদ মতলেব মন্ডলের ছেলে মোঃ আখতারুজ্জামানকে ১ হাজার টাকা জরিমানা করা হয় । একইদিন রাত ১১ টার দিকে বারোবাজার ইউনিয়নে বাদুরগাছা গ্রামে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে আলোকসজ্জার অভিযোগে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি হাবিবুল্লাহ হাবিব বলেন, নির্বাচনী প্রচার-প্রচারণায় আচরণ বিধি লন্ডনের কোন সুযোগ নেই। মাঠ পর্যায়ে প্রশাসনের বিভিন্ন স্তরের পর্যবেক্ষক টিম কাজ করছে। আচরণবিধি লংঘন কিংবা আইনের কোন ব্যত্যয় ঘটলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।