কালীগঞ্জে ট্যাংক লরি চাপায়  যুবকের মর্মান্তিক মৃত্যু 

লেখক: Rakib hossain
প্রকাশ: 2 years ago

হুমায়ুন কবির কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে ট্যাংক লরি চাপায় রনি ইসলাম (৩২) নামে এক যুবক
নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঝিনাইদহ-যশোর
মহাসড়কের মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রনি ইসলাম রাজশাহীর কাটাখালী পৌরসভার এমাদপুর গ্রামের মনিরুল
ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোবারকগঞ্জ চিনিকলের প্রধান ফটকের সামনে
দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন রনি ইসলাম। এসময় যশোরগামী এক‌টি
ট্যাংক লরি তাকে চাপা দিলে রাস্তার উপর পড়ে গুরুতর আহত হয়। ফায়ার
সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার
রেজোয়ান উদ দারাঈন জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায়
হাসপাতালে আনার কিছুক্ষণ পর সে মারা যায়।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, এ ঘটনায় ১৪ চাকার
একটা ট্যাংক লরি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
error: Content is protected !!