এসপি বাবুল আক্তারকে মুক্তি চায় দেশবাসী-মুক্তি চেয়ে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন

লেখক: Rakib hossain
প্রকাশ: 3 months ago

মোঃ এমদাদ, মাগুরা প্রতিনিধি:

আলোচিত এসপি বাবুল আক্তার তিনি গত বিএনপির আমলে ২৪ তম বিসিএস ক্যাডারে পুলিশ বাহিনীতে যোগদান করেন সে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে মেধাতালিকায় ইংরেজি বিভাগ থেকে ফাস্ট ক্লাস ফাস্ট হয়ে উত্তীর্ণ হন ।
= তার পুলিশ বাহিনীতে ১০ -১১ বছর চাকরির জীবনে আকাশ চুম্বে সফলতা আসে – তার সফলতা দেখে গত শাসকগোষ্ঠীর নজরে আসে-কে এই বাবুল ডাক্তার ?

কিন্তু তার কাল হয়ে দাঁড়ায় সে বিএনপির শাসন আমলের ২৪ তম বিসিএস প্রাপ্ত- লোমহর্ষ স্বর্ণ চোরাচালানি আটক করে রাজস্ব তে জমা দেওয়াসহ বিভিন্ন চৌকস কর্মকান্ডের কারণে,শুরু হয় তার বিরুদ্ধে নীল নকশার জাল -সেই নীল নকশার অংশ হিসেবে গত শাসক গোষ্ঠীর আমলের ২০১৬ সালের ৫ই জুন চট্টগ্রাম জিইসি মোড় থেকে তার ছেলেকে স্কুল বাসে তুলে দেওয়ার সময় তার স্ত্রী মাহমুদা খানম মিতুকে নিশংসভাবে হত্যা করা হয়, শুধু তাই নয় সেই হত্যার দায় এসপি বাবুল আক্তারের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় বলে বিভিন্ন গণমাধ্যমে খবর আসে ।
ওই সময়ে এই অভিযোগে সারাদেশে প্রায় ১০ হাজার বিএনপির নেতাকর্মীদের আটক করা হয় ।

আলোচিত চৌকস এই পুলিশ অফিসারকে এ যাবৎ প্রায় ৬ বছর ধরে ফেনীর কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় অসহনীয় জীবন যাপন করছেন।

তার শিশু বাচ্ছা মাহি এবং তাবাসসুম-পিতা মাতা হারিয়ে অসহনীয় জীবন যাপন করে আসছে -বিভিন্ন সময়ে তাদের দাবি তাদের বাবা নিরপরাধ, বাবার মুক্তি দাবি করেও মুক্তির না পেয়ে তারা এখন নির্বাক ।

বর্তমান সোশ্যাল মিডিয়া সহ ইলেকট্রনিক মিডিয়ায় টপ অফ দি নিউজে পরিণত হয়েছে-এছাড়া তার মুক্তির দাবিতে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন চলমান রয়েছে। মানববন্ধনে এস পি বাবুল আক্তার কে নির্বাহী আদেশ বা যেকোনো যৌতিক উপায়ে মুক্তি দিয়ে আবার তাকে পুলিশ বাহিনীতে যোগদান করার সুযোগ করে দেওয়ার জন্য দাবি জানানো হচ্ছে ।

error: Content is protected !!