Thursday, February 6, 2025

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই -প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

Date:

Share post:

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি:

আওয়ামীলীগ সরকার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে সমগ্র দেশে জনগনের জন্য সুপেয় পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত কল্পে বিশেষ প্রকল্পের মাধ্যমে কাজ করে চলেছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-সকলের জন্য নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করায় প্রধান লক্ষ্য। সে লক্ষকে সামনে রেখে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা নিশ্চিতের জন্য গৃহীত প্রকল্প যথাযথ বাস্তবায়ন এবং সঠিক রক্ষণা-বেক্ষণের নিমিত্তে আজকের এই অব্যহতি সভা। গ্রামীণ অবকাঠামোসহ সার্বিক উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। আগামী কয়েক মাস পর জাতীয় নির্বাচন। এ উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নির্বাচনের মাধ্যমে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।’
মণিরামপুর উপজেলা পরিষদ হলরুমে শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলার ‘পানি সরবরাহ ও স্যানিটেশন’ বিশেষ প্রকল্প বাস্তবায়ন সম্পর্কে অবহিত করণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য (এমপি)।
উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত উপজেলার প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সরকারের উপজেলা, পৌর ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন জনপ্রতিনিধিদের উপস্থিতিতে প্রধান অতিথি আরও বলেন, ‘বর্তমান শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বিশ্বের কাছে বিস্ময়কর হলেও একশ্রেণির মানুষ নেতিবাচক, মিথ্যাচারপূর্ণ ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারে লিপ্ত রয়েছে। তারা মিথ্যাচার করে, বিভিন্ন দেশে বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে মিথ্যা তথ্য সরবরাহ করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে জঘন্য অপপ্রচার চালিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করে। এরা মুলত: দেশের উন্নয়ন চাই না। এ সমস্ত ষড়যন্ত্রকারীদের থেকে আমাদের এখনই সর্তক থাকতে হবে। আগামী জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে। সকলে ঐক্যবদ্ধ হয়ে সে লক্ষে কাজ করতে হবে।’

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ আলহাজ্জ্ব কাজী মাহমদুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আলী হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান তরুণ আওয়ামীলীগনেতা অ্যাড. বশির আহম্মেদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী জয়দেব কুমার দত্ত।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রোকোনুজ্জামানের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র-১ কামরুজ্জামান কামরুল, ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায়, উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, পৌর কাউন্সিলর, ইউপি সদস্যবৃন্দ, প্রতিমন্ত্রীর এপিএস কবির খানসহ প্রমুখ।
পরে মাননীয় প্রতিমন্ত্রী মণিরামপুরের খানপুর ইউনিয়নে কয়েকটি দলীয় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন এবং তৃণমুল নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে উপজেলার বিভিন্ন গণসংযোগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কালীগঞ্জে ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

হুমায়ুন কবির, কালীগঞ্জ,ঝিনাইদহ :   ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে এক বর্ণাঢ্য র‍্যালী বের...

জননেতা শওকত মোল্লা র উদ্দোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অব্যাহত

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দর বন বিভাগের ক্যানিং পূর্ব এর বিধায়ক ও...

কালিয়াকৈরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আরিফা হক গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল...

ঝিকরগাছায় তাফসীরুল কোরআন মাহফিলে হাফেজদের পাগড়ি প্রদান

সোহেল রানাঃ যশোরের ঝিকরগাছায় তাফসীরুল কোরআন মাহফিলে হাফেজদের পাগড়ি প্রদান যশোরের ঝিকরগাছায় তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে হাফেজদের পাগড়ি প্রদান...