ইতিহাস গড়লেন ভারতের জাতীয় কংগ্রেসের নেতা অধীর, পাঁচবার ভারতের লোকসভার পি সি সি র চেয়ারম্যান
লেখক:
প্রকাশ: 1 year ago
ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। আজ ভারতের লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন যে আবার ২০২৪,সাল, পযন্ত লোকসভার পি সি সি র অথাৎ পাবলিক এ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করবেন। ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও পশ্চিম বাংলা র বহরমপুর এর এম পি এর আগে তিনি চার বার ভারতের পি সি সি র চেয়ারম্যান হিসেবে কাজ করেন। সেই সঙ্গে ভারতের বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এর আগে যখন পি সি সি র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তখন তিনি ভারতের বিভিন্ন যায়গায় ভারত সরকারের দেওয়া অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আলোচনা করেন বিভিন্ন রাজ্যের পি সি সি র চেয়ারম্যানদের সাথে। এবং তিনি পশ্চিম বাংলা য় গতবছর পি সি সি র চেয়ারম্যানদের সাথে সাথে বিভিন্ন রাজ্যে থেকে আগত প্রতিনিধিদের নিয়ে মিটিং করেন। ভারতের জাতীয় কংগ্রেসের নেত্রী শ্রীমতী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী র আস্তা ভাজন। তিনি ভারতের লোকসভায় বিরোধী দলের নেতা হিসেবে সরকার পক্ষ কে বিভিন্ন ইস্যু নিয়ে নাস্তানাবুদ করে দিয়েছে এমন উদাহরণ রয়েছে ভারতের লোকসভার নথিভুক্ততে।।