আজ জাবির আহম্মেদ জিহাদের ১৮ তম জন্মদিন

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

ডেক্স রিপোর্টঃ

আজ ১০ অক্টোবর, মানুষ,মানবতা,সায়েন্স প্রেমিক জাবির আহম্মেদ জিহাদের ১৮ তম জন্মদিন।তিনি ২০০৫ সালের ১০ অক্টোবর একটি ঐতিহ্যবাহী এলাকায় জন্মগ্রহণ করেন।তার জন্মস্থান জামালপুর জেলার ইসলামপুর উপজেলার অন্তর্গত তত্‍কালিন যমুনা নদীর তীরে বৌশের গড় গ্রামে অবস্থিত।বাবা মোঃ উসমান গণী এবং মা বেগম জরিনা।

জাবির আহম্মেদ জিহাদ লেখালেখি করতে ভালোবাসেন।বর্তমানে তিনি জনপ্রিয় অনলাইন মিডিয়া নিউজবিডিজার্নালিস্ট ২৪ জামালপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।ছেলেবেলা থেকেই সুস্থ ধারার সাহিত্য সাংস্কৃতিতে বিভিন্ন প্রোগ্রামে সময় দিতে থাকেন।সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় তার দৃপ্ত পদচারণা রয়েছে।তিনি ক্ষুদে কবিও বটে।ছড়া,কবিতা,গল্প,সায়েন্স ফিকশন সহ এ পর্যন্ত তার প্রায় শতাধিক লেখা বিভিন্ন পত্রিকা,ম্যাগাজিন এবং পোর্টালে প্রকাশিত হয়েছে।স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে অন্তরবৃত্তে স্বাধীনতা নামক যৌথ্য কাব্যগ্রন্থে তার লেখা স্বাধীনতা নামক একটি কবিতা স্থান পেয়েছে।

জাবির আহম্মেদ জিহাদের লেখা সর্বপ্রথম প্রকাশিত হয় দেশের সর্বাধিক প্রচলিত শিশুকিশোর মাসিক নতুন কিশোরকন্ঠ আগস্ট ২০১৯ সংখ্যায়।সেখানে তিনি অনুশীলন বিভাগে ফাস্ট হয়েছিলেন।উল্লেখ্য, জাবির আহম্মেদ জিহাদের জন্মস্থান বৌশেরগড় গ্রাম আজ যমুনার গর্ভে বিলিন।তার পরিবার এখন চিনাডুলী গ্রামে নতুন করে বসবাস করছেন।

 

 

 

 

 

 

error: Content is protected !!