আগামী কাল দিল্লি র রাজপথে মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করতে চলেছে মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের নেতৃত্ব

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

কেন্দ্রীয় সরকারের শিক্ষা ও জনবিরোধী নীতির প্রতিবাদে আগামী কাল দিল্লি র রাজপথে মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করবে তৃনমূল দলের নেতৃত্ব। ইতিমধ্যে পশ্চিম বাংলা র বিভিন্ন জেলা ও পশ্চিম বাংলা র বাইরে ত্রিপুরা ও অসম এবং মেঘালয়ের তৃনমূল দলের বিধায়ক এবং নেতা কর্মীরা দিল্লি র অভিমুখে যাত্রা শুরু করছে। আজ কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবারের বিধায়ক শ্রী পান্নালাল হালদার এবং পশ্চিম বাংলা র প্রথরপ্রতিমার বিধায়ক এবং পশ্চিম বাংলা র সুন্দর বন উন্নত দফতর মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং পশ্চিম বাংলা র মন্ত্রী শোভনদেব চ্যাটার্জী এবং পশ্চিম বাংলা র বিধান সভার স্পিকার বিমান ব্যানার্জী বিমান যোগে দিল্লি র উদ্দেশ্যে যাত্রা করেন। একইসাথে এদিন দিল্লি রাজপথে মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করতে চলছেন মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের অন্যতম নেতা ও ব্লক উন্নয়ন বোর্ড এর কারিগরী সহায়তা ও গণস্বাস্থ্য বিভাগের কর্মধক্ষ্য মানবেন্দ্র মন্ডল। এবং একই বিমানে দিল্লি র উদ্দেশ্যে যাত্রা করেন মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের মাইনরিটি দলের চেয়ারম্যান এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড পুরত ও গনপরিবহন ব্যাবস্থা দফতর এর কর্মধক্ষ্য তৌফিক আহমেদ মোল্লা ওরফে বাচ্চু মোল্লা। একইভাবে এদিন দিল্লি রাজপথে মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করতে বিমানযোগে যাত্রা করেন উত্তর কুসুম অঞ্চলের সাবেক প্রধান কুতুবউদ্দিন লস্কর এবং ডায়মন্ডহারবার মহাকুমা তৃনমূল দলের সভানেত্রী মনমোহনী বিস্বাস। এদিন বিমানযোগে যাত্রা করেন পশ্চিম বাংলা র তৃনমূল দলের শিক্ষা শেলের সভাপতি মইদুল ইসলাম সহ অন্যান্য তৃনমূল দলের নেতৃত্ব। আগামী কাল দিল্লি তে কেন্দ্রীয় সরকারের শিক্ষা ক্ষেত্রে গৌরিককরণের প্রতিবাদ এবং একশত দিনের কাজ শুরু র দাবি। এবং পশ্চিম বাংলা র পাওনা কোটি কোটি টাকা দেওয়া র দাবিতে বিক্ষোভ প্রদর্শন করবে তৃনমূল দলের নেতৃত্ব। এই সভায় উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী এম পি এবং পশ্চিম বাংলা র অনন্য তৃনমূল দলের নেতৃত্ব।

error: Content is protected !!