আওয়ামী লীগ নেতা তুষার কান্তি ৭ দিনের রিমান্ডে

লেখক: Rakib hossain
প্রকাশ: 3 weeks ago

স্টাফ রিপোর্টার, রংপুর:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলায় গ্রেফতার রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে মেট্রোপলিটন চিফ আদালত রংপুরের বিচারক আসাদুজ্জামান তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকালে তুষার কান্তি মন্ডলকে আদালতে হাজির করা করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নুরুন্নবী। আসামিপক্ষে লিগ্যাল এইডের আইনজীবী ইফফাত আক্তার রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

হত্যা মামলায় রিমান্ড মঞ্জুর ছাড়াও তুষার কান্তি মন্ডলকে অন্য আরও তিনটি হত্যা মামলায় শোন এরেস্ট দেখানো হয়েছে। গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার সাভার থেকে তুষার কান্তি মন্ডলকে গ্রেফতার করেন র‌্যাব।

error: Content is protected !!