আওয়ামিলীগের অধীনে কোন নির্বাচনে যাবে না বিএনপি নাছির চৌধুরী

লেখক: mosharraf hossain
প্রকাশ: 2 years ago

আওয়ামিলীগের অধীনে কোন নির্বাচনে যাবে না বিএনপি নাছির চৌধুরী

শাহিদুর রহমান দিরাই প্রতিনিধিঃ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, দিরাই শাল্লার সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের অধীনে কোন নির্বাচনে যাবে না বিএনপি।
১৪ বছর ধরে এই অবৈধ ভোটারবিহীন সরকার ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। মানুষের পাশে নেই এই সরকার। সবধরনের দ্রব্যমূল্য আজ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। পবিত্র রমজান মাসে মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে পারছে না। জনগণের নির্বাচিত সরকার না হওয়ায় মানুষের দুর্ভোগে তাদের কিছু যায় আসে না। এ দেশের মানুষ এই অবৈধ সরকারের বিদায় ঘটাতে আজ ঐক্যবদ্ধ হয়ে মাঠে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। তিনি বলেন, সরকার যদি এতই উন্নয়ন করে থাকে তাহলে ক্ষমতা ও সংসদ ভেঙে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করতে পারে। জনগণ ভোটের মাধ্যমে যাকে ক্ষমতা পাঠাবে তারাই ক্ষমতায় থাকবে। এতে এত ভয় কেন? প্রশাসন দিয়ে ক্ষমতায় থাকতে আবারও নীলনকশা করছে সরকার।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিরাই উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে গণ অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে নাছির চৌধুরী এসব কথা বলেন বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এ গণ-অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এতে দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী’র সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহআলমের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, সমাজসেবা সম্পাদক মাসুক মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক কয়ছর ইসলাম, প্রচার সম্পাদক শামসুল আলম সুভাষ, উপজেলা যুবদলের আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, সাবেক সাধারণ সম্পাদক ফারুক সর্দার, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন তালুকদার, তাজুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রফিকুল হক চৌধুরী টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজিব রশিদ চৌধুরী, সদস্য সচিব রাকিব মিয়া, যুগ্ম-আহবায়ক সাহিদুর রহমান তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান চৌধুরী, নূর মোহাম্মদ, সদস্য সচিব তানভীর চৌধুরী, ছাত্রদল নেতা জাকারিয়া আহমেদ, মিনহাজ, আক্তার, দিদার রহমান, শাহিন প্রমুখ।

error: Content is protected !!