মিশকাতুজ্জামান নড়াইল:
খুঁজে পেয়েছি পথ বুঝে নিয়েছি জীবন, নারীর অগ্রযাত্রায় আইএফআইসি ব্যাংক’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে ‘আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ’ নিয়ে ও সকল শ্রেণীর মানুষকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩০অক্টোবার) দুপুরে আইএফআইসি ব্যাংক নড়াইল শাখার আয়োজনে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসির হল রুমে ১শ’জন নারীদের মাঝে ব্যাংকিং বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে আলোচনা সভা আনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আর্থিক পরিকল্পনা কি ও সঞ্চয় করা কেন প্রয়োজন এবং নারী উদ্যোক্তদের বিভিন্ন প্রকার ঋণ বিতরণ বিষয়ে আলোচনা করা হয়। পরে ১শ’ জন নারীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
নড়াইল আইএফআইসি ব্যাংক এর ব্যবস্থাপক রাইহান রেজা রাব্বির সভাপতিত্বে নড়াইল সরকারি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আবুল বাশার আল মামুন সিদ্দিকী, ইন্সট্রাক্টর রাশেদুল ইসলাম, হাবিবুর রহমান ও নড়াইল আই এফ আই সি ব্যাংক এর এসিস্ট্যান্ট অফিসার অনিক কুমার সাহা,মোঃ শিমুল আলী,সাথী হালদারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।