মুহাঃ মোশাররফ হোসেন:
ভূল পথ ছেড়ে দিয়ে চলো
যেই পথে আছে প্রভুর দেওয়া দীপ্তি,
হারাম হালাল বেছে চলো
অল্পতেই পাও তৃপ্তি।
আল্লাহর নিয়ামত অল্প পেয়েও
তৃপ্তি সহকারে বরন করে যারা লয়!
অল্পতেই তূষ্ট থেকে তারা
পরকালকে করে জয়।
অল্পতেই তৃপ্তি পাই
মনে থাকে সর্বদা সুখ!
সর্বক্ষণে হাসি খুসিতে রয় তারা
উজ্জ্বল থাকে মুখ।